উনাদেরকে এইটা বলন দরকার যে- তোমাদের কাজকম্ম, শিল্প অই শাহবাগের সীমানা পার হয় না। রুরালে আসে না। শিল্পীর যে বক্তব্য সেটা পূর্ণতা পাইতেছে না। তুমি এলিটের দেয়ালে, ড্রয়িং রুমে ঝুলানোর জন্য তো ছবি আঁকো নাই। কিন্তু অইটা ছাড়া অন্য কিছু কিন্তু নাই।
আর্টিস্টদের খেতে হয়, খাক। ছবি খালি উচ্চবিত্তের কাছে ক্যান বিক্রি করবে, আমার কাছেও করুক। আমিও কিনি।
পেইন্টিং ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে আছে, ড্রয়িংরুম ডেকোরেট করছে, এ থেকে পেন্টিংকে মুক্ত করা দরকার। শাহবাগে বইসা ছিলাম আইজকা দুপুরে। এমন একটা ভাবনা তইরি অইল হুট কইরা। ভাবলাম, আমি কিন্তু চাইলেই ছবি কিনতে পারিনা, দেখতে পারিনা। একজিবিশন/আর্টওয়ার্ক আমার শহরে বছরে/ছমাসে একবারের জন্যও হয়না। তাইলে শিল্পীদের এতো এতো ছবি ক্যান? কার জন্য? এতো আর্টওয়ার্কের ডেপথটা কই? ছবিতে কৃষক আছে, ল্যান্ডস্কেপ আছে, সবই আছে।
আমার অত পয়সা নাই। আমি চাইলেই অত দাম দিয়ে কিনতে দেখতে পারিনা। সামর্থ্যের মধ্যে কেনার কিন্তু কোন প্ল্যাটফর্ম নাই।
ব্যাপারটা অই চারুকলা, দৃক আর জাতীয় জাদুঘরে গুটিকয়েক মানুষের সাথে, ঢাকার এক্সিবিশনগুলাতে আটকা পড়ছে। রুরালে আসতেছে না।