অল মাদার আউট দেয়ার আ'ম হার চাইল্ড

by Rabiul Awal on May 15, 2017

খুব গরম লাগলে আমার গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কবতে করতে ইচ্ছে করে। পশুপাখিরা কই জানি হারাই যাইতাছে – বিলঝিল বইলা তো কিছু বাকি থাকতেছে না। শেষ কবে কাচকি মাছ দিয়া ভাত খাইছি তাও ভুইলা গেছি। সব দেলান তুইলা কি কামডাই না করতাছে, ইশশিরে। তো গাছ লাগালে আরো দুচারশো বছর আম্মাগো ভালোবাসন যাইবো। নইলে দেখা যাবে সি লেভেল রাইজ কইরা হিমালয়ের বরফ গইলা পড়তাছে এবড়োথেবড়ো। সব আম্মারাও কইজানি হারাই যাইতাছে এর লগে। খেলাধুলা করনের মাঠের অভাবে আম্মাদের বাচ্চাগুলান হইতাছে একেকটা দামড়া দামড়া – XXL সাইজ ছাড়া এদের গায়ে কিছু খাপ খাইতাছেনা। তারউপর দিনভর খাইয়া বেড়াইবো জাম্ভো বার্গার – কিন্তু ধানটান যে হাওরের পানিতে ডুইবা একাকার তার খবর তো নাই।

পৃথিবীর খুব বিপদ নামলো – গাছ লাগান লাগবো বেশী বেশী। পরিবেশের ছাত্ররা পড়াশুনা থুইয়া কদিন বিরতিতে গাছ লাগাও; সুন্দরবন বানাইতে হবে আরো সাত আটটা। আর বাচ্চা বানান যাইবো না। আগামী তিরিশ বছরের লাইগা – অল দ্য মাদার আউট দেয়ার আ’ম হার চাইল্ড।