art

বিশ নয় দুহ হাজার আঠারো

by Rabiul Awal on September 26, 2018

এমন কইরা ভালোবাসব যে নদীভাঙ্গা মানুষের মতন ঘরবাড়ির মতন বিপন্ন হয়া যাবা। পাড়ে ঠায় দাঁড়ায়া দেখবা তোমার সব ভাসান দিয়া লয়া যাইতেছে, বিলীন হয়া যাইত্যাছো তুমি / তোমার ঘরদুয়ারউঠান পাড়ামহল্লা ধনসম্পদ দালানকৌটা আর পূজার ফুল। খুইজাপাইতা পাবা না নিজেরে। আর তুমি চউখের সামনে দেউলিয়া হয়া যাইত্যাছো কেবল। নিতে পারবা না এসব। আউলাই যাবা, লুটপাট হয়া যাবা, পাগল হয়া যাবা আশ্বিনের দিনে।